ক্রীড়া প্রতিবেদক »
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে শনিবার শেষ হয়েছে লিগ পর্ব। এবার অনুষ্ঠিত হবে প্লে-অফ পর্ব। পাঁচটি দল নিয়ে শুরু হওয়া টুর্নামেন্টে লিগ পর্ব থেকে বাদ পড়েছে একটি দল। সেই দলটি হলো মিনিস্টার গ্রুপ রাজশাহী। ৮ ম্যাচ খেলে তারা জয় পায় মাত্র দুই ম্যাচে।
অন্যদিকে, ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে প্লে-অফে খেলবে গাজী গ্রুপ চট্টগ্রাম। ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে থেকে শেষ চারে খেলবে জেমকন খুলনা। ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে থেকে লড়াই করবে বেক্সিমকো ঢাকা। ৬ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে বরিশাল।
আগামী ১৪ ডিসেম্বর দুপুর সাড়ে বারোটায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ও বরিশাল। এই ম্যাচে যারা হারবে তারা বাদ পড়বে। আর জয়ী দল ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকবে।
এদিন সন্ধ্যা সাড়ে পাঁচটায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের মুখোমুখি হবে জেমকন খুলনা। এই ম্যাচে যারা জিতবে তারা উঠে যাবে ফাইনালে। আর যারা হারবে তারা ফাইনালে ওঠার লড়াইয়ে ১৫ ডিসেম্বর বিকাল সাড়ে চারটায় এলিমিনেটর ম্যাচে জয়ী দলের মুখোমুখি হবে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর।
বঙ্গবন্ধু টি–টোয়েন্টি কাপে প্লে–অফের সূচি
তারিখ |
ম্যাচ |
দল |
সময় |
ভেন্যু |
১৪.১২.২০২০ |
এলিমিনেটর |
বেক্সিমকো ঢাকা-ফরচুন বরিশাল |
দুপুর ১২.৩০ মিনিট |
মিরপুর |
১৪.১২.২০২০ |
প্রথম কোয়ালিফায়ার |
গাজী গ্রুপ চট্টগ্রাম-জেমকন খুলনা |
সন্ধ্যা ৫.৩০ মিনিট |
মিরপুর |
১৫.১২.২০২০ |
দ্বিতীয় কোয়ালিফায়ার |
প্রথম কোয়ালিফায়ার পরাজিত-এলিমিনেটর বিজয়ী |
বিকাল ৪.৩০ মিনিট |
মিরপুর |
১৮.১২.২০২০ |
ফাইনাল |
প্রথম কোয়ালিফায়ার বিজয়ী- দ্বিতীয় কোয়ালিফায়ার বিজয়ী |
বিকাল ৪.৩০ মিনিট |
মিরপুর |