কক্সবাজারে পাহাড় ধসে ও পানিতে ডুবে ৬ রোহিঙ্গার মৃত্যু টপ স্টোরি লিড স্টোরি সারাবাংলা July 27, 2021 3:04 pmdnews24 কক্সবাজার প্রতিনিধি » কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে ৫ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। পানিতে ডুবে মারা গেছে আরও এক রোহিঙ্গা। আহত হয়েছেন আরও ৫ জন।আজ মঙ্গলবার দুপুরের দিকে কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে এ দুর্ঘটনা ঘটে।